রহমান তুমি রাহিম তুমি,তুমি যে আল হাকিম
হাত তুলে আর্জি জানাই
মাথা রেখে তোমার চরণ তলে,
ফিরিয়ে দিওনা আমার এই হাত খালি করে।
সব কিছু তোমার করুণা ঘেরা
চাঁদ সূর্য আর গ্রহ তারা,
আকাশ জমিন আর পাহাড় পর্বত
অন্ধকার কি আলোর জগৎ।
ওহে মালিক,
ক্ষমা করো, মার্জণা করো এই অধমের তরে
অধিক ধৈর্য দাও, পাথর করে দাও মোরে
দুঃখে যেন সবর করি তোমার করুণা চেয়ে
সুখে যেন তোমারে না ভুলি দাও হে হিম্মত মোরে।
মানবের কল্যাণে যেন দিতে পারি জীবন আমার
পরের সুখে সুখি হয়ে, হয়ে দুঃখের সাথী
পাশাপাশি যেন থাকি,তোমারে না ভুলি
হে রহমান, হে মালিক আমার।
আজিজ তুমি, জাব্বার তুমি, তুমিই মুতাকাব্বির,
সাক্ষী থেক,পাশে রেখ
সকাল সন্ধ্যা আর গভির রজনিতে
তোমার দ্বারে দ্বারে
অধম ভিখারির হাত, চোখের জ্বল করেছে ভীড়।
মিথ্যা না বলি যেন, না দেই কাউকে ফাঁকি
কথা দিয়েছি যা চিরদিন যেন তা রাখি
গালি দিক, ধিক্কার জানাক এই আমায় যত
ওহে মালিক ধৈর্য দাও তুমি আমায় ততো।
হে চিরঞ্জীব বিধাতা,
তুমি আছ, তুমি ছিলে,থাকবে তুমিই চিরকাল
তোমার দ্বারে বারে বারে আর্জি আমার
দয়া করো মার্জণা করো, দিও ধৈর্য অতি এই আমায়।