কথা গুলা ও হারিয়ে যাচ্ছে না লিখার ভিড়ে,
লিখা গুলা অশ্রু হয়ে ঝরে দু-চোখে।

বিছানাটা বড় আপন আমার,
কেউ উপাধানে মাথা রাখলেই বুঝতে পারত তার কি ব্যথা,দুঃখ কষ্ট।

কতদিন বা হবে...?

হয়তো ১ বছর,২ বছর,৫,১০, কি ৫০,নয়তো মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তার থেকে আর বেশি হবেনা,

ঝরে যাক অশ্রু আছে যত, অপর প্রান্ত হেসে খেলে কাটিয়ে দিক,মিথ্যা অপবাদে মাতিয়ে রাখুক জীবন ভর।

নয়তো চোখের জলে কেটে গেল আমার ছোট এ জীবন, তবুও কেটে যাক অপর প্রান্ত হাসি আর হেলায় খেলায়।

নয়তো আমি কাটিয়ে দিলাম,না লিখার মাঝে।নয়তো অপ্রকাশিত থেকে গেল আমার এ জীবন।

অশ্রুরা মানেনা কোন বারণ,ঝরে যাক অঝোর ধারাতে।

************************