পৃথিবীর সব কিছুই যেন সকলের অগোচরে
শুধুই অজানা,
পৃথিবীর সব প্রাপ্তি হতে আমার প্রাপ্তির খাতা
শূন্যের কোঠায়...? অজানা।


লিখতে নেই আমার মত অজ্ঞদের
লিখলেই যেন কেপে উঠে বুকের ভিতর থাকা কিছু কষ্ট নামক...অজানা।

অজানাদের জানতেও মানা,
প্রকাশ করতে মানা,
চোখের জল...!!!!
কষ্ট...!
নির্ঘুম রাত...!
বুকের ভেতর জমে থাকা ব্যথার ঢেউ...!



সব কিছুই অজানা।

ভিতরে জমে থাকা রক্তপিন্ড থেকে কিছু ব্যথা
আঘাতপ্রাপ্ত, ব্যথাতুর মন নিয়ে কি প্রয়োজন
এখানে লিখা...?

কখনো একটি ডায়রি যথেষ্ট,
একটা জীবনের সব না বলা কথা বয়ে বেড়ানো।
কোন ভয় নেই বলতে,
চোখের জল ফেলে লিখা যায় অকপটে  সব কথা,
বুক ছিড়ে দেখানো যায়না,
শুধু ডায়েরির পাতায় পাতায় লোহিতের আঁচড়।
জানিনা কেউ কোনদিন হাতে নিবে কিনা সেই ডায়েরি, যেখানে একটি জীবনের গল্প লিখা ছিল,যে বয়ে বেড়িয়েছে এত কাল তবুও কোথাও অস্পষ্টতার রেখা নেই।


জানিনা এই ডায়েরি কাউকে
কাঁদাবে নাকি হাসাবে,
নিরব করে দিবে নাকি হাহাকার করে মাটি ছুবে।
সব কিছুর পরে শুধুই অজানা................