ওগো,

জানিনা কেমন আছ,কি করে তোমার সময় চলে যায়।
জনিনা তুমি......................তাও জানিনা।


আমি ভিষন কষ্টে,ভিষন যন্ত্রনায় প্রতিটা ক্ষন,প্রতিটা মুহূর্ত অতিক্রম করতে হয়।
শুধু তোমায় বিশ্বাস করি,আর সেই বিশ্বাসে
নিশ্বাসটা এখনো ভিতর বাহির হয়।

আমি তোমায় কি করে গুছিয়ে লিখি...
আমার কোন শব্দই জানা নেই।
আমার সকল শব্দই যে শুধুই তুমি।
তুমি যে আমার সুর,আমি তোমায় ছাড়া
কথা বলতেও বার বার করি শুধু ভুল।
আমি তোমায় না দেখে দেখে চোখের জলে
ঝাপসা দৃষ্টিতে শুধু তোমায় খুজি।
আমার দৃষ্টির আলোটাও যে শুধুই তুমি।


তোমায় লিখার ভাষা আমার জানা নেই।
আমার সব কিছুতেই অন্ধকার নেমে আসে।
আমি তোমায় খুব বিরক্ত করব না।
আমি তোমার সুখের অশুখ ও হতে চাইনি।
শুধু তোমার দুঃখের মাঝে আমায় জড়িয়ে রেখ।আমি চির সুখি ভেবে জীবটা কাটিয়ে দিব।

নিশি থেকে নিশি,কালো থেকে কালো,
আর গভীর রাত্রিতে শুধু তোমার নামে,
চোখের পাতা ভিজে দুটি ধার দুদিকে গড়াতে থাকে।
তুমি কখনো তা দেখনি।এই পৃথিবীর কেউ দেখেনি,

নিরবে নিবিড়ে কোন একদিন তোমায় অনেক শান্ত করে অনেক দূরে চলে যাব।সেদিন আর কেউ আসবেনা।
কেউ লিখবেও না।

নিজের খেয়াল রেখ,
ভাল থেক বলব না,শুধু দুটি হাত তুলে বিধাতাকে বলব তোমায় যেন ভাল রাখেন।

তোমারি সেই........