ওগো প্রিয়তমা,
ওগো,বাংলার নববর্ষ আজ এসেছে ঘরে ঘরে...
নব রূপে হবে কি তোমার সাজ তোমার প্রতিটা অঙ্গে অঙ্গে?
হাতে লাল কাচের চুড়ি,
পড়নে হলুদ শাড়ী..
খোপায় গাধা ফুল..
পায়ে পায়েল রেখে,
সাজবে কি এই নব রুপে?
ওগো,
ওগো প্রিয়তমা,
তোমায় দেখার আশা আমায় ব্যকুল করে তুলে..
তোমাতে হারাবার নেশা আমায় সারাক্ষণ বিভোর করে রাখে।
ওগো,
তোমার হাতের চুড়ির
ঝংকারিত আওয়াজ শোনব বলে
কান পেতে থাকি..
তোমার শাড়ির আচলের ছোয়া পেতে
চোখ বন্ধ করে মুখটি পেতে রাখি..
ওগো,
সব লিখা যে আমার হারাই তোমার রুপের বর্ণনায়
শুধু যে তোমার জন্য...............থাকি।
ওগো প্রিয়তমা,
ওগো মায়াবিনী
আমি যে সেই তোমারি.....