বিধাতা,
     তুমি ছাড়া কেউ শুনতে পায়নি
আমার হৃদয়ের চিৎকার।


বিধাতা,
     তুমি আমার সব কেড়ে নিয়ে
নিরবে শুধু চোখের জলে ভাসাও,
বুকের ভিতরে পাঁজর পোড়াও।

বিধাতা,
      আমার চোখের আড়াল করে দিলে
নিরবে পোড়াচ্ছ এই দিলে...
এই দিল বলো কত সয়?

বিধাতা,
     আমি ভাঙা চূড়া নিয়ে বেচেঁ আছি
তাও কি কেড়ে নিবে?

বিধাতা,
     তুমি আমার সব কেড়ে নাও
আমার প্রাণটাও নাও
তোমার কাছে সপে দিয়েছি।

বিধাতা,
আমার আমার বেচেঁ থাকার সব কেড়ে নিলে
প্রাণটা কেন আমায় দিলে?


বিধাতা,
     আমার লিখা কেড়ে নিলে
আমার নিশ্বাসটা কেন দিলে?


বিধাতা,
     জানিনা কি লিখেছে এই অধম।
নিজ গুনে ক্ষমা যেন করো,
মার্জনা করো,ওগো দয়াময়।
নিস্তব্দ করো এই হৃদয়ের আর্ত চিৎকার।
দেহটা মিশিয়ে দাও নিরব মাটির সাথে।
হে বিধাতা,হে বিধাতা...