হাহাকার করে কেঁদেছি
নিঃশব্দে চিৎকার দিয়ে কেঁদেছি
দাঁতে দাঁত চেপে কেঁদেছি
ঠোট কামড়ে ধরে কেঁদেছি।
কান্না গিলে খেয়ে আবার কেঁদেছি
মুখ লুকিয়ে কেঁদেছি
অন্ধকারে কেঁদেছি
সকলের থেকে আড়াল করে
একা কেঁদেছি।
কাঁদতে কাঁদতে রাত পার করেছি
রাতকে ভোর করেছি
দিন শেষে আবার কেঁদেছি
কান্নাকে আপন করে নিয়েছি।
কান্নাকে আকড়ে ধরে বাঁচতে চেয়েছি
তবুও জানাইনি কাউকে
জানাইনি কেমন আছি আমি
কি করছি আমি
কারো দরজায় কড়া নাড়িনি
একটুকরো সময়ের ভিক্ষা..........।
কেটেছে নির্ঘুম রাত
করেছি কারো শূন্যতায় হাহাকার,
মাঝরাতে করেছি অন্ধকারে পায়চারী
বুকের যন্ত্রনায় কাতরাচ্ছি
একটুখানি.............জন্য ছটফট করেছি
শ্বাস আটকে মরতে গিয়েও ফিরেছি
তবুও কেঁদেছি।
ডাকিনি কাউকে
বহু কষ্টে সয়ে যাচ্ছি
তবুও জানতে দেইনি কাউকে
বেঁচে থাকতে কাঁদতে হবে চিরকাল
জানতে দেইনি আমি কেমন আছি
শুধু এটুকু জানাচ্ছি আমি বেঁচে আছি।