তোমায় বুঝতে পারি না প্রিয়।
যে কথায় আজ হাসো তুমি
সে কথায় কাল কাঁদো;
যে বাঁশিতে সুর তুলো আজ
সে বাঁশিই কাল ভাঙ্গো !
তোমায় বুঝতে পারি না প্রিয়...
আজ দিবসে ভাসালে যারে
কাল দিবসে ডুবাও তারে;
আজ হেসে মন দিয়েছো যারে
কাল কাঁদিয়েই ছাড়ো তারে !
তোমায় বুঝতে পারি না প্রিয়...
সাঝের বেলায় পুজোর ছলে
কেঁদে কেঁদে ডাকলে যারে;
দিবসভাগে তারই ছায়া
ইচ্ছে করেই দললে পায়ে !
তোমায় বুঝতে পারি না প্রিয়...
চোখের জলে হাসো তুমি
কাঁদো আড়াল হলে পরে;
মনের সূতোয় বেঁধেছো নাকি
হাতের রাখি আলগা করে !
তোমায় বুঝতে পারি না প্রিয়...
সকাল সাঁঝে যার প্রেমেতে
গাঁথলে ফুলের মালা;
জোছনা আলোয় তারই দেখায়
ভাসালে তোমার ভেলা !
তোমায় বুঝতে পারি না প্রিয়
তোমায় বুঝতে বড় জ্বালা!