সত্যি করে বলছি তোমায়,
ঠিক একদিন হারিয়ে যাবো।
যত্নে দেয়া কষ্ট তোমার,
তোমার হাতেই গুঁজে দেবো।
সত্যি করে বলছি তোমায়,
ঠিকই একদিন হারিয়ে যাবো।
ফেরত দেয়া চিঠিগুলো,
একে একে জোড়া দেবো।
নিশান বানিয়ে তোমার বাড়ীর,
ছাদে সেদিন উড়িয়ে যাবো।
সত্যি সেদিন তোমার থেকে,
আমি অনেক দূরে রবো!
এই জনমের যন্ত্রণা সব,
ঐ জনমে রাখবো না।
এই জনমের চাওয়া পাওয়া,
ঐ জনমে থাকবে না।
ঐ জনমে ভুল করেও,
তোমায় আমি চাইবো না।
অভিমানে হারিয়ে গেলে
ভুল করেও খুঁজবো না।
অভিযোগের পাহাড় কেটে,
বিশাল করে পথ বানাবো।
সেই সে পথে হেটে হেটে,
অন্ধকারে মিলিয়ে যাবো।
হারিয়ে যাবার স্বপ্ন সেদিন,
বলছি তোমায় মিলিয়ে নিও।
সত্যি করে বলছি শোন,
ঠিকই একদিন হারিয়ে যাবো!
পাড়ার লোকের অপবাদ আর,
তোমার উপর ঝরবে না।
বখে যাওয়া ছেলেটা আর,
মোড়ে মোড়ে থাকবে না।
সত্যি বলি তোমার সুখে,
আমায় আমি ছাড়বো না।
বলছি আমার কালো ছায়া,
তোমার উপর রাখবো না।
রোজ সকালে একটি গোলাপ,
শুধু শুধু ছিড়বো না!
অবহেলার তোরণ তোমায়,
আর বানাতে দেবো না।
ভালোবাসার কোন কথা,
ঠোঁটের কাছে আনবো না।
সত্যি বলছি ফিরে গেলে,
আর কোন দিন আসবো না।