আমি তোমাকেই চাই পরিপূর্ণভাবে।
চাই সবটুকুই, কিছুটা অপূর্ণ থেকে।
না পাওয়ার টান টেনে নিয়ে যাক
দিবস রজনীতে তোমারই অভিমুখে।
আমি ছুটে এসেছি বারবার তোমারই কাছে,
ডুবেছি তোমার আবছায়ায়।
আমি ফিরে ফিরে আসবো তোমারই দিকে,
মিশে রবো পরম মমতায়।
তুমি চিরকাল বিজয়ী থাকো,
আমি থাকি বিজেতা।
আমার প্রবল ইচ্ছের কাছে
তুমি থেকো অপরাজিতা।
অধরা থেকেই হাত বাড়াতে পারো
আমার বিশ্বাসী হাতের কাছে।
তুমুল অসুখে সকল ভার দিতে পারো
আমার অবিচল কাঁধের পরে।
আমি না ছুঁয়েই তোমায় ছুঁয়ে ছুঁয়ে যাবো
আমার রোজের অভ্যাসে।
আমি আসলেই তুমি ঘুমঘোরে এসো
আমার বিস্তীর্ণ আকাশে।
আমি আলিঙ্গন করি তোমার ছায়া।
আমি চোখ বন্ধ করে ধরি তোমার কায়া।
আমি মরণোন্মুখ যাতনা পুষি অন্তরে,
আমি বিনিদ্র রাত কাটাই নিপাট অন্ধকারে।
আমি আঁধারের গর্ভ থেকে তুলে আনি
হিরন্ময় আলোর কণিকা।
এটুকুতেই আমার দিব্যি চলে যায়
আমার আঁধার ঘরখানা।
তুমি থাকো তোমার খানিক না থাকার মাঝে।
আমি পাই আমার কিছুটা না পাওয়ার ভাঁজে।
তোমায় হারানোর ভয় আমায় নিত্য বিবশ করে,
তুমি থাকো কিছু অপূর্ণতায় আমার সকল চরাচরে।