|| অন্তরালে ||
সুখ পায়রার পালকে নীরবতার জলরঙ মেখেছো?
শুভ্র চাদরে ঢাকা পাখির অন্তরেও রক্তক্ষরণ চলে!
জানো? দেখেছো কখনো?
ঝরা পাতাদের হাওয়ায় ভাসতে দেখে,
ওদের ছুঁতে গিয়ে পুলকিত হয়েছো!
ওদের মর্মর শব্দে শিহরিত হয়েছো!
ওদের মরাকান্না শুনতে পেয়েছো কখনো?
পাতার মরমর শব্দ উড়িয়ে,
পথিকের গহীন অরণ্যে যাওয়ার কারণ খুঁজেছো কখনো?
স্রোতস্বিনীর প্রবাহে হাত ডুবিয়ে মন ভিজিয়েছো!
পাহাড়ের কান্নার রঙ দেখো নি সেখানে!
ঝরো হাওয়ায় মেঘেদের হর্ষ নৃত্য দেখেছো!
বৃষ্টি ফোটায় আকাশ পানে মুখ বিছিয়েছো!
গর্জনে মেঘেদের গলে যাওয়া দেখো নি!
ফুলের বনে রঙের গালিচায় বুক লাগিয়েছো!
রঙের নেশায় ব্যাকুল হওয়ার আগুন দেখোনি!
একটুখানি হাসির নেশায় ডোবা,
মুখের জমিনে স্মিত হাসিই দেখেছো!
অন্তরালে, অন্তরের মরে থাকার বিষাদ,
দেখো নি অন্তর মেলে কোনদিন।