এমন করে চাইতে নেই,
এভাবে সব কাড়তে নেই।
হৃদয় আমার মাটির ঢিবি
জল মাটিতে মাখামাখি।
তার উপরে যেমন খুশী
তেমন করে খেলতে নেই।
এভাবে মন গিলতে নেই।
সব দখলে নিতে নেই।
নিয়ে যদি না ফির আর!
এমন ভয়ে রাখতে নেই।
এভাবে হাত ধরতে নেই।
এভাবে সব লুটতে নেই।
লুট করে সব ফেরার হলে
তোমায় খোঁজার সাধ্য নেই।
এমন করে তাকাতে নেই।
বিনা দোষে মারতে নেই।
উজার করে লুটেপুটে
রাজ্য শাসন করতে নেই।
এমন করে বলতে নেই।
এমন করে গাইতে নেই।
হৃদয়ে মোর রক্তক্ষরণ
উস্কে দিয়ে ভাগতে নেই।
বিনা দামে নিলেই যদি
সব বাকীতে চুকতে নেই।
ক্ষয়ে ক্ষয়ে ক্ষত হলে
সব ক্ষত আর রাখতে নেই।
নিয়ে যদি যত্নে রাখো
সারা জীবন আগলে থাকো
এমন কথা এলান হলেই
তোমার হতে অমত নেই।