দেখা হবে বলতে বলতে
কতটা কাল পার হলো!
একটুখানি ছুঁয়ে দেবো-
মনে করেই জনম গেলো!
বুকের মাঝে জড়িয়ে রেখে
কল্পনায় রাত ভোর হলো!
চুলের গন্ধে মাতাল হবো,
চোখের জলে চোখ গলাবো।
একটু সময় কাছে পেলে
আর জনমে নাইবা চা'বো।
এমন কিছু ভাবতে রাতেই
তারার বাগান শূন্য হলো!
কথার কবচ জমে জমে
বিশাল একটা পাহাড় হলো!
তোমায় একবার ছুঁতে ছুঁতে
চুলের ভাঁজে পাক ধরলো!
অভিমানে আড়াল হতে
তোমারও চোখ লাল হলো।
দু'হাতে চোখ মুছতে গেলে
তোমার ছায়ায় হাত ভরলো!
আঙ্গুলে ঠোঁট ছুঁতে গেলেই
আনমনা মন রাঙা হলো!
অনুভবের আদর গলে
চোখের মাঝে নদী হলো।
লক্ষ চোখের পাহারাতে
সকল চাওয়া ঝুলেই গেলো!
তোমায় ছোঁয়ার ইচ্ছেটুকু
এক জনমের তৃষা হলো।