বদলে যাচ্ছে সময়ের ঘূর্নিতে জীবনের হালচাল,
বদলে যাচ্ছে কেমন দ্রুত, স্বপ্নের আগামীকাল।
বদলে যাচ্ছে কথকতা শত সহস্র মুখে,
বদলে যাচ্ছে প্রকৃতির রূপ, বদল ঋতু বৈচিত্র্যে।
বদল মননে, প্রত্যয়ে, অসময়ী তর্ক যুদ্ধে,
বদল মানে, অভিমানে, দুর্নিবার আক্রোশে।
বদলে যাচ্ছে পৃথিবীর রঙ, সবুজ ঘন বন,
বদলে যাচ্ছে কিশোরীর নিষ্পাপ অবুঝ মন!
বদলে যাচ্ছে ঘুঘু পেঁচা ডাহুকের ডাক,
বদলে যাচ্ছে স্রোতস্বিনীর নিতম্বের বাঁক।
বদল চাঁদ সূর্য, ঘোর লাগা অমাবস্যায়,
বদল শব্দের বিনুনি, অর্থ, তরজমায়।
বদলে যাচ্ছে নেশা, নিশীথ অবসরের আর্তি,
বদলে যাচ্ছে কথা, বদল স্বর্গীয় সৃষ্টির।
বদলে যাচ্ছে শহর, রাজপথ, মানুষ আর মুখ,
বদলে যাচ্ছে চোখের সামনেই, বদলায় চোখ।
বদলে যাচ্ছে অভিধান, অর্থে, শব্দে,
বদলে যাচ্ছে মূল্যবোধ, আত্মপ্রবোধে।
বদলে যাচ্ছে মন, মান অভিমানে,
বদল সূর্যাস্তের রঙ, বিদায়ের গানে।
বদল শ্রুতিতে, যুক্তিতে, দৃঢ় প্রতিশ্রুতিতে,
বদল হচ্ছে তোমার আমার প্রেম গীতিতে।
বয়েসী বৃক্ষের মতো বদলের চিহ্ন গায়ে পরে,
আমিও বদলাই রোজ সমকালের ইতিহাস রচে।