সেই ঘড়িটা এখনো পড়ি হাতে
তোমার দেওয়া প্রথম উপহার!
তোমার স্মৃতি।
ঘড়ির কাটা যেমন সারাক্ষণ ঘুরতে থাকে
ঠিক তেমনই তোমার স্মৃতি গুলো মনের
অজান্তেই চোখের কোনে ভাসতে থাকে।

আজ শুধু স্মৃতি গুলোই আছে তুমি নেই!
তুমিও কি যত্নে রেখেছো সাদা গোলাপটি?
হয়তো শুকনো পাতা গুলো ও ঝড়ে পড়েছে।
তুমি বলেছিলে, "সাদা গোলাপটি শান্তির প্রতিক!"
কেউ আমাদের আলাদা করতে পারবেনা!

অথচ আজ তুমি নেই!
এভাবে না গেলেও পারতে!
তুমি চাওনি তাই স্রষ্টা তোমাকে অন্য কারো
ভাগ্যে রেখেছিল।
আমার ভাগ্যে শুধু তোমার স্মৃতি!