তোমার সাথেই শুরু জীবনের বাকি পথ চলা
তোমাকেই বলবো যে কথা হয়নি কখনো বলা।
আজ থেকে আমাতে তুমি আর তোমাতে আমি
তোমাকে ঘিরেই আমার যত সব পাগলামি।
রাগ,অভিমান,খুনসুটি ভালোবাসারই বহিঃপ্রকাশ
কথা দাও থাকবে পাশে আমৃত্যু, শেষনিঃশ্বাস!
একটা গল্প রেখে যেতে চাই পৃথিবীর কাছে
গল্পটা ছড়িয়ে যাবে পৃথিবীর আনাচেকানাচে।
শত প্রতিকূলতায় তুমি আমাকে যাওনি কভু ছেড়ে
কত মানুষই তো চলে যায় জীবন যুদ্ধে হেরে।
ঝড়ে পড়া পাতার মতো ঠুনকো এজীবন
অল্প আঘাতেই ছিঁড়ে যায় কত হৃদয়ের বন্ধন।
তুমি পাশে আছো বলেই কুঁড়েঘরে ও এতো সুখ
শত কষ্ট সয়ে যাচ্ছো দেখে আমার মুখ।