বছর ঘুরে প্রতিবছর আসে রমজান
এ-ই মাসটি পেয়ে খুশি আমরা মুসলমান।
সাওম রেখে মুমিণগন ত্যাগ করে পানাহার
আল্লাহর সন্তুষ্টিতে করে সেহরি-ইফতার।
ত্রিশটি সাওমে আছে অনেক ফজিলত
প্রথম দশকে পাবে আল্লাহর রহমত।
দ্বিতীয় দশকে আল্লাহ দিবেন মাগফিরাত
শেষ দশকে দোযখ থেকে দিবেন নাজাত।
রাসূল(সঃ) বলেন,"শেষ দশকের বিজোড় রাতে করো তালাশ।"
শবে কদর খোঁজ তোমরা না হয়ে হতাশ।
আল্লাহ বলেন, "আমার জন্য রোজা রাখো দিবো প্রতিদান।"
রোজ হাশরে বাড়িয়ে দিবো তোমাদের সম্মান।
বরকতময় এ-ই মাসে করো গোনাহ মাফ
সেই সবচেয়ে অসহায় যার রয়ে গেছে পাপ!