এই ভূবণে কেউ কাউকে করিলে উপকার
প্রয়োজন ফুরিয়ে গেলে করেনা তার স্বীকার।
বিপদ যখন আসে কারো করে মাথা নত
বিপদ কেটে গেলেই আবার অহংকারী হয় তত।

অকৃতজ্ঞ মানুষ গুলোই এই সমাজে বেশি
উপকার করে ও আবার হতে হয় দোষী।
উপকারের কোনো কিছুই হয়না প্রতিদান
কৃতজ্ঞতা প্রকাশ আর দিতে হয় সম্মান।