বছরখানিক আগের কথা,কোনো এক ভোরে
গাঁয়ের মেঠোপথ ধরে-
খালি পায়ে আনমনে হাঁটছিলাম।
আকাশের নীলে কিছু সাদা বক ঝাপটিয়ে ডানা
পেরিয়ে আকাশের সীমানা -
উড়ে গেলো তাই দেখছিলাম।

আকাশের নীল থেকে চোখ সরাতেই  
একজোড়া নীল চোখে চোখ পড়তেই -
মুচকি হাসি দিল।
কি মায়াবী মুখ! টোল পড়ে গালে
নিক্কণের তালে তালে-
মন ছুঁয়ে গেলো!

সেদিনের পর থেকে প্রতিদিন ভোরে
নীল আকাশে সাদা বক যায় উড়ে -
শুধু পাইনি তাকে খুঁজে।
সে-ই নীল চোখ আজও খুঁজে মণ
সে পথেই থাকি সারাক্ষণ -
মণ কি আর সেটা বুঝে?

বহুবছর পরে কোনো এক কুয়াশাচ্ছন্ন ভোরে
আমার প্রতিক্ষার অবসান করে-
মিলে তার দেখা।
সেই নীল চোখ এখনো আগেরই মতো
ভেবেছিলাম মনের কথা আছে যত-
বলবো আজ একা।

হঠাৎ হাতটা বাড়িয়ে আমায় অবাক করে দিয়ে
বললো, প্রতিক্ষার অবসান হলো আমাকে নিয়ে-
চলো তোমার সাথে।
ঠিক তখনই মনের আনন্দে আকাশ পানে চাই
সাদা বক গুলোকে দেখতে পাই-
ডানা মেলে উড়ে বেড়াতে।