নারী তুমি মা হলে তোমার মমতায়
তোমার কোলে শিশু দোলে পরম স্নেহ পায়।
নারী তুমি বউ হয়ে শ্বশুর বাড়ি এসে
পরম যত্নে আগলে রাখো গভীর ভালোবেসে।
নারী তুমি যখন কারো বড় বোন হও
দুঃখ কষ্ট সবকিছুই মায়ের মতো সও।
নারী তুমি পুত্রবধূর যখন শাশুড়ি
মেয়ের মতোই স্নেহ করো নেই বাড়াবাড়ি।
নারী তোমার এতো মান দিয়েছে ধরায়
তাই তো রাসূল বলেছেন থাকতে পর্দায়।
নারী তোমার দেহটাকে রেখো হেফাজত
তোমার ভুলে তিন পুরুষকে দিতে হবে খেসারত।