পৃথিবীর এই মঞ্চে সবাই নাট্যকার
অভিনয়ে সবাই পাকা। যখন যেমন দরকার
তেমনই মঞ্চস্থ করে।

সবই হলো মিথ্যে আবেগ! এখানে নির্দিষ্ট কারো গল্পের
হয়না প্রয়োজন। এখানে কারো স্বপ্নের
কোনো মূল্য নেই! অস্থায়ী স্বপ্ন দেখেই বা কী লাভ?
জীবন প্রদীপ নিভে গেলে জীবনের যত পাপ
সবকিছুরই হিসাব দিতে হবে পাই পাই করে।
নাট্যমঞ্চের শেষ দৃশ্যটাই হবে গোরে!

যে তিনটি প্রশ্নের উত্তর সবাইকে দিতে হবে
মুক্তির আশায়।
ক্ষনস্থায়ী পৃথিবীতে যারা রয়ে যাবে
তারা কেবলই নাটকের সংলাপ গুলো বিলাপ করবে।
ক্ষনকাল পর সবাই সবকিছু ভুলে যাবে।
সবই হলো মিথ্যে আবেগ!