ইট-পাথরের শহরে তোমাকে খুঁজে বেড়াই
যদি আবার হতো দেখা!স্মৃতিগুলো সহসাই
মনের অজান্তেই হঠাৎ হাসায় আবার কাঁদায়।
কেন যে পড়েছিলাম তোমার অদ্ভুত মায়ায়!
আমি আজও চাতক পাখির মতো খুঁজে ফিরি
তোমার অস্তিত্ব।
হৃদয়টা আজ এক জলন্ত আগ্নেয়গিরি
ভেতরটা পুড়ে পুড়ে অঙ্গার!
মায়া!!
সে-তো মনের ঝঙ্কার।
যদি উল্কার মতো আবার আমার হৃদয়ে
আছড়ে পড়তে!
আমি শুধু তোমাতেই ডুবে থাকবো
আজীবন। অনন্তকাল।