জানুয়ারির সতেরো তারিখ
      সূর্যোদয়ের আগে।
হঠাৎ করে কান্নার আওয়াজ
    আমার কানে লাগে!

ঘুমঘুম চোখে দৌড়ে আমি
      নানুর কাছে যাই।
গিয়ে দেখি চাঁদের আলো
        ঘরে নিল ঠাঁই!

  মুচকি হেসে নানু বলে,
      দেখো নানাভাই
তোমার একটা বোন হয়েছে
     চাঁদের মতো তাই!

তখন আমি দৌড়ে গিয়ে
   বোনকে নিলাম কোলে।
বোনটি আমার বড় হয়ে
   ভাইকে গেলো ভুলে!