কাছের মানুষ পাশে বসে
বলবে কথা হেসে হেসে,
একটু আড়াল হলেই তখন
গীবত করবে হিসাব কষে।
তিন ব্যক্তি একসাথে হলে
একজন যখন যাবে চলে,
তখন তার সমালোচনা
করবে তারা দুজন মিলে।
কোরআনে আসছে বাণী
গীবত করলে সবাই জানি,
মরা ভাইয়ের মাংস খাবে
এটা আমরা ক'জন মানি?
বুদ্ধিমানের কাজ হলো
আত্মসমালোচন করা ভালো,
হাদিসে আসছে তাই
এই কথাটা মেনে চলো।
আজ যাকে বন্ধু ভেবে
অন্যের গীবত করে যাবে,
সে-ও তোমার গোপন কথা
অন্যের কাছে বলে বেড়াবে।
অন্যের না দোষ খুঁজে
সবকিছুই জেনে বুঝে,
সবার সাথেই আপন হয়ে
চলতে হবে এই সমাজে।