যা রে পাখি উড়ে গিয়ে
বলিস প্রিয়াকে।
একটি চিঠি লিখে যেনো
দেয় সে আমাকে।
আমি তার চিঠির আশায়
পথ চেয়ে থাকি।
একটি চিঠি পাবো বলে
মনটা বেঁধে রাখি।
নিশি যখন ঘুম আসেনা
ভাবি কল্পনায়।
চিঠি বুঝি পৌঁছে গেলো
পোস্ট অফিসে প্রায়।
ভোর বেলা তাই দৌড়ে আমি
পিয়ন বাড়ি যাই।
পিয়ন বলে তোমার চিঠির
কোনো খবর নাই!
বুকভরা তাই কষ্ট নিয়ে
বাড়ি ফিরে আসি।
তবুও অবুঝ মনটা বলে
তারেই ভালোবাসি!