যদিও কষ্ট পেলাম অনেক বেশি-
করে। তবুও করিনি তাকে দোষী!
ভেবে নিলাম এটাই বুঝি ভাগ্যে ছিল-
    আমার।তাইতো সে কষ্ট দিল!!
একটা স্বপ্ন ছিলো মনে! তাকে নিয়ে-
  ঘর বাধবো অনেক দূরে গিয়ে।

অবশেষে বুঝলাম সে ভুলে যেতে চায়-
আমাকে! নিজেকে মনে হলো অসহায়-
    তাই কান্না থামাতে পারিনি!
       একবারও সে ভাবেনি;
যে কষ্ট পাবে এই মানুষটা! সে চলে গেলো-
আমার জীবনটা করে দিয়ে এলোমেলো!!