কি যে বিয়ে করলাম
আবুল বলে,"বাপরে বাপ!"
বউ তো নয় যেন
পাগলা একটা গোখরো সাপ!
মিষ্টি সূরে আবুল যদি
বউরে কিছু কয়।
আচলটা কোমরে বেধে
দৌড়ে ঝাড়ু লয়।
আবুল মিয়া ল্যাংটি দিয়ে
পালায় বাড়ি ছেড়ে।
নালিশ করে চেয়ারম্যানকে
বউ যে আমায় মারে?
ভেবে না পায় চেয়ারম্যান
বলবে তারে কি!
তোমার বউ যে তোমায় মারে
কে তাহার সাক্ষী?
আবুল মিয়াকে দেখলে সবাই
করে হাসাহাসি।
মনের দুঃখে আবুল মিয়া
গলায় দিল ফাঁসি!