ছেলেটা ও বউ নিয়ে বিদেশ দিল পাড়ি
মেয়েটা ও সুখে আছে তার শ্বশুর বাড়ি।
বিড়বিড় করে লাঠি হাতে বৃদ্ধ বাবা বলে,
"সে-ও আমায় একা রেখে শূন্যে গেলো চলে!"
শূন্য আকাশ শূন্য ঘর কেমন করে থাকি-
একে একে সবাই মিলে দিচ্ছে আমায় ফাঁকি।
মায়ের যখন অসুখ ছিলো বলেছি কত করে
একবার এসে দেখে যা মা তো যাবে মরে!
ছেলে তখন বলে আমায় করে চেঁচামেচি;
অফিসে এতো কাজের চাপ আমি কেমনে বাঁচি?
মেয়ে বলে তোমার নাতির স্কুল এখন খোলা
আমি এখন বাড়ি গেলে জ্বলবে না আর চুলা।
বুকে নিয়ে চাপা কষ্ট বলি তার মা'কে;
কেমন করে আসবে বলো ছেলে বিদেশ থাকে?
তোমার মেয়ে ভালোই আছে করছে তো সংসার
আমরা এখন ভাঙা কুলা আসার কি দরকার!!
তখন তার চোখের কোনে একবিন্দু জল
আস্তে আস্তে তার সারা শরীর হলো বিহ্বল!
এই সংসার,এই সন্তান সবই হলো মিছে
কার জন্য এতোকিছু, সুখ পেলাম আর কিসে?
আমিও এখন দিন গুনি গোরস্থানে গিয়ে
এই গোরেতে যেতে হবে শুধুই আমল নিয়ে।