কুকুর বিড়ালকে ডেকে বলে,
   কি বলবো আর ভাই!
সবকিছুর দাম এমন চড়া
   বাঁচার উপায় নাই।

বিড়াল বলে,গতকালকে
     গেলাম বাজারে।
গিয়ে শুনি ইলিশ মাছ
     হাঁকায় হাজারে।

মনের দুঃখে কুকুর বলে,
  মাংস কিনতে গেলাম।
আটশো টাকা কেজি শুনে
    দৌড়ে বাড়ি এলাম।

বাড়ি এসে বউকে বলি
     বাচ্চা মরে যাবে,
সবকিছুর দাম এমন চড়া
    মাড় ছাড়া কি খাবে?