একটি তাজা ফুলের গায়ে তোদের নখের আচঁড়
নামেই তোরা মানুষ শুধু আস্ত জ্যান্ত শুকর!
তোদের মতো শুকরকে যে মা গর্ভে করে ধারন
তোদের জন্মের আগেই যেনো সে মায়ের হয় মরণ।
কেমন করে ফুলের দিকে কুনজরে তাকাস?
নখের থাবায় কেড়ে নিয়েছিস কত ফুলের সুভাস!
আমার বোন আছিয়াকে তোরা করে নির্যাতন
ছোট্ট শীর্ণ দেহটিকে করেছিস ধর্ষণ!
কত যন্ত্রণা দিয়েছিস তোরা আমার বোনের গায়,
নয়দিনের কষ্টযাত্রা শেষে নিয়েছে চিরবিদায়!
এই সমাজ আর সভ্যতাকে দিয়ে গেলো অভিশাপ
শেষ বিচারের কাঠগড়ায় কেউ পাবেনা মাফ।