তোমার উদরে,ছোট্ট এক আদুরে -
      পা নেড়ে করছে খেলা।
কখন সে আসবে,আর মুচকি হাসবে-
     এই ভেবে কেটে যায় বেলা।

এক পৃথিবী স্বপ্ন! আমাদের সেই রত্ন-
    যখন আসবে তোমার কোলে।
দেখে তার মুখ, কী যে পাব সুখ -
    তা লিখে রেখো অশ্রুজলে!