রফিক,সালাম,বরকত ভাই রাষ্ট্রভাষা বাংলা চাই
পুলিশের -১৪৪ ধারা দেখার এখন সময় নাই।
উর্দুই হবে রাষ্ট্রভাষা জিন্নাহ সাহেব বলেছেন
তার মুখের বুলি শুনে ছাএ-জনতা ক্ষেপেছেন।
পাকিস্তানের ছাপ্পান্ন ভাগ বাংলাতে বলতো কথা
এটাই ছিলো জিন্নাহর সবচেয়ে বড় মাথাব্যথা।
১৯৪৮'র ২১শে মার্চ জিন্নাহ সাহেবের ঘোষণায়
উর্দুই হবে রাষ্ট্রভাষা মানতে হবে পূর্ববাংলায়।
ছাএ-জনতা প্রতিবাদে বলে তখন নো, নেভার!
বাংলাই হবে রাষ্ট্রভাষা এই ভাষা মায়ের আমার।
তারপর থেকেই শুরু হয় আন্দোলন আর ধর্মঘট
রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে কাঁপে রাজপথ।
৫২'র ২১শে ফেব্রুয়ারি পুলিশের ১৪৪ ধারা
ভঙ্গ করে আন্দোলনে রাজপথে নামে তারা।
পুলিশ নামের পশুকে সরকার দেয় লেলিয়ে
গুলি করে অমানুষের মতো রাস্তায় ফেলিয়ে।
রফিক,সালাম,বরকত সহ কতো মানুষ শহিদ হয়
তাদের এই আত্মত্যাগ কখনো ভুলার নয়।