আজকের সকালটা প্রতি দিনের মতোই
সূর্য উঠেছে পূর্ব আকাশে
আমার বারান্দায় ফোটেনি কোন ফুল
শিমুল ডালে বসে ডাকেনি কোকিল।
কোন লাস্যময়ী হেসে বলেনি-
'দেখো তো, আজ আমায় কেমন লাগছে?'
যে বেকার ছেলে একটা চাকরি খুজে হয়রান
সে আজও ছোটে এ অফিস থেকে ও অফিস;
বেলা বোস অন্যের হয়ে গেছে বহু আগে
এ নিয়ে আজ বিশেষ কোন কষ্ট হয়না তার।
প্রভুভক্ত কুকুরটা আজও মনিবের পিছু নেয়
দাসত্বেই তার মুক্তির স্বাদ;
প্রতারক ছুরি চালায় জন্মদাতার পিঠে
বিশ্বাসী ভাঙ্গে বিশ্বাস।
তবু বসন্ত এসেছে আজ পঞ্জিকার পাতা ধরে
গানে গানে গায়িকার ফাগুন বন্দনায়;
বাসন্তী শাড়িতে, তরুণী খোপায়
তরুণের লাল পাঞ্জাবী সাজে
যুগলবন্দী প্রেমিকের শিহরণে।
প্রকৃতি আজ রঙহীন থাক
কোকিল নাইবা ডাকুক
শুভ্র মেঘে ছেয়ে থাক নীল আকাশ
প্রজাপতি না উড়ুক কোথাও;
তবু আজ ফাগুনের সুর,
আজ বসন্ত।