অনুকাব্য

১.
কুকুর চেটেছে ভাতের পাতিল
মনিব গিয়েছে চটে;
তাইনা কুকুর ক্ষেপেছে ভীষণ
মনিবকে কামড়াতে।

২.
মজনু মিয়ার কালা খাসিটাকে
মোড়ল নিয়েছে গিলে;
যেই না মজনু বলতে গিয়েছে
সেই গেছে চোর বনে।

৩.
আমার বাড়ির কেয়ারটেকার গলা উচিয়ে বলে
তোমাকে আমি দেখে রেখেছি ভীষণ দয়া যে করে!

৪.
কে পেলেছে ছাগলটাকে
কে দোহাচ্ছে দুধ;
সেই খুশিতে নাচছে কে যে
কে পাচ্ছে দুঃখ!

৫.
চোর সেজেছে ভগবান আজ
গৃহস্ত বনেছে চোর;
সেই সুযোগে কানা মাস্টার
ফুলে হচ্ছে ঢোল।

৬.
আমার শখের পোষা মুরগী
খাচ্ছে আমারি ঘরে;
ডিম পাড়ারই সময় হলে
যাচ্ছে বনেতে চলে।