এই শহরে মন ভাঙ্গে যে
সেই তো প্রেমিক!
মিষ্টি কথার মায়ার জালে
গোপন ব্যাথার আগুন জ্বালে
যেই ছেলেটা সকাল নিশি
সেই তো প্রেমিক!
স্বপ্ন নায়ে ভাসিয় দিয়ে
গভীর জলে ডুবিয়ে মারে
খুব সুচতুর যেই ছেলেটা
সেই তো প্রেমিক!
যেই ছেলেটা শূন্য করে তোমার হৃদয়
হাত ছেড়ে দেয় বিরান পথে
সেই তো প্রেমিক!
অশ্রু তোমার যেই ছেলেটার হাসির খোরাক
যার মনেতে তুমি শুধুই ক্ষণিক খেলা
এ জগতে সেই তো প্রেমিক!
তোমায় ভেবে সারা বেলা
কাটিয়ে দিলো যেই ছেলেটা
ঠাঁই পাবে না তোমার মনে
প্রেম পাবে না! প্রেম পাবে না!
যেই ছেলেটা মিথ্যা কথার জাল বোনে না
সরল মনে তোমায় ভাবে
তোমায় ঘিরেই স্বপ্নে ভাসে;
ঠাঁই পাবে না তোমার মনে
প্রেম পাবে না! প্রেম পাবে না!
যেই ছেলেটার নোংরা ছোঁয়া
পায়নি কোন নারীর শরীর
পান করেনি গোপন সুধা;
ঠাঁই পাবে না তোমার মনে
প্রেম পাবে না! প্রেম পাবে না!
বাঘের মতো যেই ছেলেটা
তোমার কাছে এলেই বিড়াল
কথাগুলো হারিয়ে ফেলে থরথরিয়ে কাপতে থাকে;
ঠাঁই পাবে না তোমার মনে
প্রেম পাবে না! প্রেম পাবে না!
জগত জোড়া ভন্ডরা সব
নারীর হৃদয় দখল করে;
প্রেমের খেলায় তারাই জেতে
আসল পুরুষ নরীর মনে!