লোকে বলে- প্রেম নাকি ভুল কোন সমুদ্র
অথৈ জলে; নিঃসঙ্গ গভীর নীলের।
আমি সেই ভুলের সমুদ্রে একটি বার ডুব দিতে চাই
সাঁতার কাটতে চাই নিজের মতো।
আমি একটি বার প্রেমিক হয়ে উঠতে চাই
পোস্ট মাটার্ম করতে সে সব প্রাচীন প্রেমের; প্রেমিকের
যারা ভালোবেসে দুঃখকে একান্ত আপন করে নিয়েছিলো
হাসি মুখে নিঃসংকোচ নিজেকে সপেছিলো মৃত্যুর হাতে।
আমি এক টুকরো ভালোবাসা হতে চাই
শরৎ বেলার শুভ্র কাশে
রাগী বালিকার মিষ্টি শাসনে
অনুযোগ ভরা শ্রাবণ বেলায়।
আমি একটি বার প্রেমে পড়তে চাই
নীল শাড়ী পরা রুপসী মায়ায়
দুষ্টুমি ভরা রহস্য হাসিতে
কোমল ঠোঁটের আলতো ছোঁয়ায়।
আমি একটি বার প্রেম হতে চাই
কোনো ললনার অভিমানী চোখে
খোঁপার জড়ানো বকুল সুবাসে
অনুভূতি মাখা চিঠির ভাষায়।
আমি বিরহে ডুবতে চাই
রাতের নিঃসঙ্গ নক্ষত্রের মতো
শুভ্র মেঘেদের ছুটে চলা পথে
নির্জন সমুদ্র গর্জনে।
কিছু ভুল একান্ত আপন করে নিতে চাই সেচ্ছায়
তবু কিছু সুখ থাক; কিছু স্মৃতি থাক
কোন মানবীর প্রেম থাক- হাসি আর বিরহে
কেউ তো বলুক, "ভালোবাসি।" "ঘৃণা শুধু তোমাকেই!"