তুমি বিষাক্ত কোন গ্যাস চেম্বার; সমাজের ক্ষত
মানুষের কষ্ট- কান্নায় ভারী পাপ রাশি রাশি।
তুমি সাপ হয়ে কাটো- ওঝা হয়ে ঝাড়ো
জাতির ভাগ্য নিয়ে খেলো ছিনিমিনি;
রক্তের স্রোতে ভাসা সাম্পানে চড়ে
করো ক্ষমতার দম্ভ!
জনতা দিশেহারা; মুক্তির স্বাদ পেতে উদগ্রীব
অন্যায় অবিচার সয়ে সয়ে ক্লান্ত।
বঞ্চিত জীবনের গ্লানি থেকে তাই
প্রিয় তার বারুদের গন্ধ।
আমি তো সৌখিন কোন তোতা পাখি নয়
তবু তুমি তোমার শেখানো বুলি শুনতে চাও!
আমি আজ প্রতিবাদ করবোই
চালাও বুলেট;
আমার রক্তে যদি ভেসে যায় অন্যায়
তবে রক্ত ঝরুক;
জ্বলুক দ্রোহের আগুন...