কোন ফাগুনের আশায় ভেসে
তোমার দারুণ জ্বর
আপন সেজে কে ভেঙ্গেছে
তোমার সুখের ঘর?
কোন আলোরই স্নান খেয়ালে
অলীক নেশায় মেতেছিলে
কি বিশ্বাসে ঘর ছেড়ে আজ
তুমি যাযাবর?
সুখের নেশায় সুখ হারিয়ে
দারুণ সময় কবর দিয়ে
আজ নেমেছে তোমার চোখে
শ্রাবণ মেঘের ঝড়!
যেখানে আজ নেই আর কিছু
পোড়া ছাইয়ের গন্ধ ছাড়া
সেই বিরানে খুজছো তুমি
হারিয়ে ফেলা ঘর
খুজছো তুমি স্মৃতির পাতায়
হারিয়ে ফেলা মন!