আমি কবি; ভালোবাসার কাঙ্গাল।
সেই যে এক শান্ত সকালে
     নিভৃত পল্লীতে জন্ম আমার;
তারপর থেকে পৃথিবীর পথ প্রান্তে
     আমি ভালোবাসা খুজে চলেছি।

পাইনি; আমি কোথাও ভালোবাসা খুজে পাইনি!
চারদিকে মন ভাঙ্গা ঝড়, প্রতারক
     ভাঙ্গা সংসার!
নিষ্ঠুর নিয়তিকে মেনে নিয়ে
     আমি বহু পথ হেটেছি;
আজন্ম দুঃখকে লালন করেছি-
     বুকের ভেতর!

আমি প্রেমিকের বুকভাঙ্গা আহাজারি শুনেছি
     পরকীয়া প্রেমে মাতৃত্বের নির্মম মৃত্যু দেখছি
ডাস্টবিনে খুজে পেয়েছি মানুষের খন্ডিত লাশ;
     কুকুরের মুখে সদ্য প্রসুত শিশু!

আমি দেখেছি কি নিখুত বিশ্বাসে;
      মানুষের বিশ্বাস ভাঙ্গা যায়।
কি বিদ্বেষ; হিংসার দহনে
      লাল গোলাপটা হয় পদপিষ্ট!

আমি পাইনি; প্রেম! তাকে কোথাও খুজে পাইনি
     শহরের অলি-গলি; প্রশস্থ রাজপথ
আলিসান অট্টালিকা থেকে ভাঙ্গা কুড়েঘর
     বেকার প্রেমিকের প্রেয়সির চোখে।

তারপর ভাবলাম সৈনিক হবো।
যুদ্ধের দামামা বেজে উঠলো,
চারদিকে বুলেটের ছড়াছড়ি
      রক্তের নেশা;
    হিংসার দাবানল!
দেখলাম বুলেট কতোটা বিশ্বস্ত;
বারুদ ভালোবাসে একটি শহর!
আগুন কখনও প্রতারনা করেনা-
      পুজি করে বিশ্বাস।

যুদ্ধের ময়দানে যে প্রেম; ভালোবাসা
       ওটাই নিখুত অনুভূতি।
এখানে নিঃসংকোচ নিজেকে বলি দেওয়া যায়
       প্রিয়কে ভালোবেসে বুলেটের মুখে।

আমি বুলেটের ভীড়ে, বারুদ আগুনে
অবশেষ ভালোবাসা খুজে পেয়েছি;
       নিষ্ঠুর পৃথিবীর বুকে!


[সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হওয়া সিরিয়া যুদ্ধের ভায়াবহ চিত্র মনের মধ্যে যে তীক্ষ্ণ খারাপ লাগার অনুভূতি তৈরি করেছে ; তা থেকে এই রুপক প্রতিবাদী কবিতাটি লেখা]