আলো নেই! আলো নেই!
সব তারা নিভে গেছ; নিভে গেছে চাঁদ।
প্রেম নেই আশা নেই নির্দয় সমাজে
আছে শুধু নিয়মের বেড়াজাল।
সূর্যটা ডুবে গেছে মেঘের গভীর খাদে
আঁধারের দাবানলে ছেয়েছে সমাজ!
মনগুলো পুড়ছে ভাষাহীন চিৎকারে
মেকি প্রেম পতিক্রিয়ায়।
আলো নেই! আলো নেই!
তৃষ্ণায় সম্মুখে আছে হেমলক।
বেঁচে থাকো সব মেনে; অথবা চুমুক দাও
যদি চাও এর অবসান।
অযাথাই বাকি সব; আলাপন আকুতি
সত্য তো শুধুই এটা-
দিন শেষে ছেলে তোর হৃদয়ের দাম;
মাপা হবে স্কেলে টাকারই ভারে!
দিন শেষে মেয়ে তোর প্রেম অনুভূতি;
মাপা হবে বিছনাতে শরীরের দামে!