আমার পৃথিবী আছে তোমাকে ঘিরে;
তুমি বাধো কার ঘর?
আমার স্বপ্ন শুধু তোমাকে নিয়ে;
তুমি আছো কোন বালুচর?
আমার ডায়রী জুড়ে লেখা তোমাকে নিয়ে;
আগলে রেখছো তুমি কারটা?
আমি সুখি শুধু তোমাকে নিয়ে;
অতীত তোমাকে ছাড়ে না!
আমি বলি বার বার ভালোবাসি;
ভাবো তুমি ছলনা!
ভবিষ্যতের পথে আমার দু-চোখ;
তোমার কাছে যাতনা!
তবে কি মিথ্যা প্রেম? অনুভূতি? ভালোবাসা?
সময়ের প্রয়োজনে সব অভিনয়?
আমি তো দেখি চাঁদ, তার কেন এতো খাদ?
যদি তুমি বলতে।
এখনো আকাশ নীল, বিরহে উজ্জ্বল
তবু তো আমি ভালোবেসেছি।
অতীতটা ছেড়ে দিয়ে তোমাকেই নিয়ে শুধু
আমি সুখী হয়েছি।
তবে তুমি কেন বও আজও অতীতের জঞ্জাল
আমার বুকেতে রেখে মাথা?
বিরহী বাতাস বয় আমার মনের ঘরে
তোমার কাছে অযথা!