এক পাগলের দেখা মেলে গুলিস্তানে
প্রেমিকা তাহার খুব ভালো আছে সুখি সংসারে;
এক প্রেমে দুই রং যেন আকাশের মতো
কারো মনে মেঘ, কারো রোদ ঝলমল!
পাগলের চোখে বিশ্বাস হলো এক কবীরা গুনাহ
শাস্তি কঠিন, এই জীবনে নেই কোন ক্ষমা।
আজ সে খুব ভালো আছে ধুলি ভরা ফুটপাতে
রাত হলে কাত, চোখে নেমে আসে রাজকীয় ঘুম
হাসি-কান্নার কষ্টের দিনগুলি সুদূর অতীত
চিন্তা যেখানে গ্রাস করতো রাতের আঁধার;
সোনার হরিণ সঠিক সময়ে পায়নি সে খুজে
একটা চাকরি মেলে নাই তার জাদুর শহরে!