এক পরাজিত পুরুষের গল্প শোনো
সমাজের বুকে যার বেজায় প্রতাপ;
সিংহের মতো তার অসীম সাহস
সম্পদ-খ্যাতিতে বেহিসাবী।
ঘরে আছে তার এক ফুটফুটে বউ
পরী এসে হার মানে যার রুপেতে;
পুরুষের কাছে এক কামনীয় ধন
মাঝরাতে এক ফালি জোছনা চাঁদ।
রুপসী শোনে না তার কোন কথা
দুঃখটা জীবনের তার এখানে;
এক ঘরে দুই মন ভিন্ন জগত
বিশ্ব বিজয় শেষে ব্যার্থ পুরুষ।
অদ্ভুত পৃথিবীতে নারীর খেয়াল
তার জিদে ধ্বসে পড়ে সুখের দেয়াল
আকাশটা ঢেকে যায় ছাই কালো মেঘে
জমিনে নেমে আসে তরল লাভা।
নারীর জিদেতে পোড়ে নারীই নিজে
সেই জিদ ছাই করে পুরুষের মন
ভালোবাসা মুহূর্তে বাষ্পীভূত
জীবনের বিতৃষ্ণা অতি সাধারণ।