নারীর স্তন ছুঁয়ে নেমে আসা সুখ
রুপ-লাবণ্যে ভরা যৌবন
কোন পুরাকীর্তির মতো;
কালের গর্ভে যা শুধু স্মৃতি হয়ে থাকে।
ও দেহে তুমি কি খোজ পুরুষ?
সাদা চামড়ায়? যোনীর গভীরে?
সুশ্রী মুখ; মধু মাখা স্বরে?
সুখ নেই! সুখ নেই!
নারীও মানুষ। প্রিয়তমা; ধ্বংশের দেবী
তোমার মতোই সাধারণ সৃষ্টি।
তুমি একটি মন খোজ পুরুষ
তোমার সাথে যায় যার।
দিন শেষে তো তুমি আদুরে বিড়ালের মতো;
শুধুই স্নেহের কাঙাল।