আঁকা বাকা বয়ে নদী যায় দূর দেশে,

                   চাদের আলোতে সেজে সারা রাত হাসে।

দিবা রাতি গায় জেলে জীবনের সারি,

                   জীবিকার খোঁজে তার মাঝে দেয় পাড়ি।

টানে দাড় দুই পাশে মাঝি ধরে হাল,

                   শিরশির বাতাসেতে তুলে দেয় পাল।

জাল ফেলে মাছ ধরে জুটে সব জেলে,

                    তীর পানে ছুটে আছে কিছু মাছ পেলে।

পাড়ে ছোট ছোট ঘড় মাঝে তার ঢেউ,

                    কিনারাতে টানে জাল ছোট বড় কেউ।

সিমাহীন দিয়ে তার চওড়াতে ভারি,

                     নিবিরের ঝোপ বন পড়ি ঘেসে তারি।

বুকে তার জাল যান চলে নিড়বাধি,,

                      সকলের বড় এই আমাদের নদী।