আমাদের দেশের কৃষক চাষা
সোনার চেয়েও খাঁটি
তাদের জীবন সৎ আচরণ
পণ্যে পরিপাটি
সুখের জীবন ব্যর্থ করে
স্বার্থক করে এই দেশ
তারাই দেশের ভরসা মোদের
নেই কো তাহার শেষ
মহা সাধন কৃষক চাষা
সাধন করে মাঠে
নাবিল অরুণ পূর্বদিকে
উচিল সূর্য পাঠে
রোদে পড়া আর বৃষ্টি ভেজা
সকাল সন্ধ্যা বেলা
শস্য এল তাই কৃষক পেল
স্বর্গ সুখের দোলা
কৃষক মোদের সুখের প্রদীপ
কৃষক শীতল পাটি
আমাদের দেশের কৃষক চাষা
সোনার চেয়েও খাঁটি।