প্রেম করে যে মাশুল দিচ্ছি- অপ্রেমের অপবাদে,
মস্ত করে ধরছো তুলে মাথার উপরে,
সামান্য খানি ভুল বরদাশত করোনি প্রেমের সুবাদে।
তেঁতুল তলায় ভর দুপুরে বসে আছি যেমন,
তুই নামের ভূতটা মাথা থেকে নামলো বুঝি এখন।
ভর দুপুরের ভূত রে তুই, তেঁতুল তলার ভূত-
ছায়ার মতো সারাক্ষণ, করিস জ্বালাতন। কী অদ্ভুত!
হাঁপ ছেড়েই বলি আরকী-
তোর প্রেমের দাগা, হৃদয়ে করেছে শতো ঘা।