নিদ্রাঘোরে ভেবো না আর— ঘুমিয়ে যাও
রাতের বয়সের সাথে বেড়ে চলেছে বিষণ্ণতার ডানাঝাপটানি,
মুমূর্ষু হৃদয়ের আত্মচিৎকার তোমায় বধির করে দিবে
যাতনা-কে চিত্তে ধারণ করে তুমি চিরতরে মরে যাবে।
তাই, রাত দীর্ঘ হবার আগেই তুমি ঘুমিয়ে যাও
ঘুমের ঘোরে দুঃস্বপ্ন গুলো পাষাণ চিত্তে এড়িয়ে যাও।