একটা কোমল ভোর এনে দিতে পারো কি,
কুয়াশাচ্ছন্ন সূর্যরশ্মি যে ভোরে আরাম দ্যায়?
দিতে কি পারো স্নিগ্ধ সকাল-
প্রিয়জন বিয়োজনে বিরহের যে ব্যথা পাঁজরে,
প্রতিনিয়ত আঘাত করছে সজোরে-
সে ব্যথা নাশক সকাল?
একদিন এসো সব পিছুটান ছেড়ে,
শাপলা-বিলের তীরে।
গল্পে গল্পে আলাপ হবে কী ব্যথা সইছি দুজনে,
একাত্মা হয়েও পৃথক হয়েছি নিয়তির টানে।