সর্ব প্রস্তুতি সত্যেও বলতে না পারা
ইতস্ততায় গলায় আটকে যাওয়া কথারা
হৃদয়ে আঘাত হানছে,
ব্যথারা ষড়যন্ত্র বুনছে
সুযোগ বুঝেই হামলে পড়বে— হৃদয়ের আঙিনায়
মর্মাহত আমি ঝুলে থাকি হতাশায়
শূন্যতায় আমার চারপাশ ছেয়ে যায়
বলতে পারিনা এখনো— সেসব কথা।

নিকোটিন গিলে— গিলে ফেলতে চাই
কণ্ঠ হতে নিঃসৃত না হওয়া কথাদের,
পাশ কাটিয়ে নিকোটিন চলে যায় ফুসফুসে,
আমি মরে যাচ্ছি কণ্ঠে আটকে যাওয়া
অহেতুক কথার আঘাতে— আমি মরে যাই।

[১৮০৩২০২৫]